ক) অত্র বারের কোন বিজ্ঞ আইনজীবী গ্রন্থাগার হইতে বই গ্রহন করার গ্রন্থাগারে রক্ষিত রেজিষ্ট্রারে তাহার পূর্ন নাম, সদস্য নম্বর, পূর্ণ ঠিকানা সহ আদালতের নাম লিপিবদ্ধ করিয়া বই গ্রহন করিবেন।
    খ) বিজ্ঞ আইনজীবী যে তারিখে গ্রন্থাগার হইতে বই গ্রহন করিবেন, উক্ত তারিখ বিকাল ৫ (পাচ) ঘটিকার মধ্যে অবশ্যই গ্রন্থাগারে বই ফিরত প্রদানে বাধ্য থাকিবেন। কোন অবস্থাতেই গ্রন্থাগারের বই বিজ্ঞ আইনজীবীর চেম্বার/ বাসায় নিতে পারিবেন না। কিংবা কোন আদালতে জমা রাখিতে পারিবেন না। কোন আদালতে আওইন পরিবেশনের জন্য ফটোকপি করিয়া নিতে পারিবেন।
    গ) বিকাল ৫ ঘটিকার পর গ্রন্থাগার হইতে কোন বই ইস্যু করা হইবে না।
    ঘ) অত্র বারের কোন বিজ্ঞ আইনজীবীর নামে গ্রন্থাগারের বই ইস্যু থাকিলে, এবং ইস্যুকৃত বই যথাসময়ে গ্রন্থগারে যথা সময়ে ফেরত প্রদানে ব্যার্থ হইলে উক্ত বিজ্ঞ আইনজীবী ডিফল্টার গন্য হইবেন এবং উক্ত সদস্য গ্রন্থাগার হইতে কোন বই গ্রহন করিতে পারিবেন না কিংবা উক্তরুপ সদস্যদের নামে গ্রন্থাগার হইতে কোন বই ইস্যু করা হইবে না। ডিফল্টার সদস্য, অত্র গ্রন্থাগারের কোন সুযোগ সুবিধা গ্রহন করিতে পারিবেন না।
    ঙ) অত্র বারের কোন বিজ্ঞ আইনজীবী গ্রন্থাগারে বসিয়া বই পড়ার জন্য নিজ হাতে রেক হইতে বই নিবেন না, বই পড়ার প্রয়োজনে লাইব্রেরী সহকারীর সহযোগিতা নিবেন।
    চ) অত্র বারের যে সকল বিজ্ঞ আইনজীবী গ্রন্থাগার হইতে বই গ্রহন করিয়াছেন অথচ ফেরত প্রদান করেন নাই সে সকল ডিফল্টার সদস্যের নিকট হইতে ব্যতসরিক চাঁদার সহীত বইয়ের মূল্যের দ্বি গুন অর্থ আদায় হইবে যদি উক্তরুপ ব্যবস্থায় কোন সদস্যের নিকট হইতে বই কিংবা বইয়ের মুল্যের দ্বি গুন অনপেইড থাকে তবে ডিফল্টার সদস্যের বেনিভোলেন্ট ফান্ড হইতে বইয়ের মুল্যের ১০ গুন অর্থ কর্তন হইবে।